ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লোহাগড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, এপ্রিল ২৮, ২০১৯
লোহাগড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় উপজেলায় লিকু শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। 

রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শারোল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শারোল গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন এবং বর্তমান সদস্য আলমগীর হোসেন আলমের সঙ্গে এলাকায় অধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিকু শেখ  মারা যান। বাকিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস বাংলানিউজকে বলেন, খুলনায় নেওয়ার পথে একজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।