ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মা হারালেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ২৭, ২০১৯
মা হারালেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ইকবাল হোসেন অপুর ও তার মা সৈয়দা আঞ্জুমান নাহার/ফাইল ছবি

শরীয়তপুর: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কার্য‌নির্বাহী ক‌মি‌টির সদস্য ইকবাল হোসেন অপুর মা সৈয়দা আঞ্জুমান নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ধক্যজ‌নিত রো‌গে আক্রান্ত হয়ে সৈয়দা আঞ্জুমান নাহার দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাদ মাগরিব প্রথম জানাজা এবং বাদ এশা গ্রামের বাড়ি সদর উপ‌জেলার চন্দ্রপুরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পা‌রিবা‌রিক কবরস্থানে দাফন করা হবে তা‌কে।

তার মৃত্যু‌তে সামাজিক, রাজনৈতিক, আইনজীবী অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ইকবাল হোসেন অপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।