ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাটগ্রামে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, এপ্রিল ২৭, ২০১৯
পাটগ্রামে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

লালমনিরহাট: বাল্যবিয়ের আসর থেকে আটক করে শাকিল আহমেদ (২১) নামে এক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ এপ্রিল) দিনগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল করিম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শাকিল আহমেদ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী বাংলানিউজকে জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের  খেংটিবাড়ি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল করিম। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই সটকে পড়লে বর শাকিল আহমেদকে আটক করা হয়। বাল্যবিয়ের দায়ে বর শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।  

সাজাপ্রাপ্ত শাকিলকে শনিবার (২৮ এপ্রিল) সকালে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনছুর আলী।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।