ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নুসরাত হত্যাকাণ্ড: ফেনীতে মশাল মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, এপ্রিল ২০, ২০১৯
নুসরাত হত্যাকাণ্ড: ফেনীতে মশাল মিছিল মশাল মিছিল, ছবি: বাংলানিউজ

ফেনী: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবী পরিবার।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী ট্রাংক রোড় শহীদ মিনারে জড়ো হয়ে পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা।

এসময় স্লোগানে স্লোগানে কেঁপে উঠে রাজপথ।

খুনিদের দৃষ্টান্তমূলক বিচার করার দাবিতে মশাল মিছিলে স্বতস্পূর্তভাবে অংশগ্রহণ করেন শহরের রাস্তার পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরপর শহরের দোয়েল চত্বরে এসে মিলিত হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবী ওসমান গণী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উপদেষ্টা আরিফুল আমিন রিজভী, সচেতন যুব সমাজ ফেনীর আহ্বায়ক আরাফাত খান, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি।

এছাড়া স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাহাব উদ্দিন, আমের মক্কী, আমীর হোসেন ও নুর নবী হাসানসহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী; যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।