কুষ্টিয়া: কুষ্টিয়ার উজানগ্রামে ব্যাগ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উজানগ্রামের বাক্স ব্রিজের নিচ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা ক্যানেলের পানিতে গোসল করতে গিয়ে ব্রিজের নিচে দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।