ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, এপ্রিল ১৯, ২০১৯
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় কুমার সাহা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী গ্রামের বাসিন্দা।

তিনি বাগেরহাট শহরে ডিলারশিপের ব্যবসা করতেন।

জানা যায়, বিকেলে বেলাই ব্রিজ এলাকায় মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মোটরসাইককেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সঞ্জয় নিহত ও অপর এক আরোহী আহত হন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।