ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জমি নিয়ে বিরোধ, ভোলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ১৯, ২০১৯
জমি নিয়ে বিরোধ, ভোলায় নিহত ১

ভোলা: জমি নিয়ে বিরোধের জের ধরে ভোলার চরফ্যাশনে বীরেন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার আসলামপুর ইউনিয়নের আলীগাও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীবাস, অঞ্জলী রানী ও সুমন দেবনাথ নামের তিনজনকে আটক করা হয়েছে।

এছাড়া অপর আসামি উজ্জল পলাতক রয়েছে। আটকরা নিহতের আপন বোন, বোনজামাই ও ভাগ্নে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে জানান, আলীগাও গ্রামের বীরেন্দ্র দেবনাথ ও তার আপন বোন অঞ্জলী রানীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার শালিস বৈঠক ও মামলা মোকদ্দমা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ওই জমি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে টেডার আঘাতে বীরেন্দ্র গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ ঘটনায় চরফ্যাশন থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।