ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খোয়াই ও সুতাং নদী রক্ষায় উদাসীন কর্তৃপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, এপ্রিল ১৯, ২০১৯
খোয়াই ও সুতাং নদী রক্ষায় উদাসীন কর্তৃপক্ষ

হবিগঞ্জ: হবিগঞ্জে পুরাতন খোয়াই ও সুতাং নদীকে দখলমুক্ত এবং দূষণ থেকে রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। নদী দু’টি রক্ষায় কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন বক্তারা।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের সাইফুর রহমান টাউন হল সড়কে ‘গ্রিন ভয়েস’র উদ্যোগে নদী রক্ষায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং খোয়াই রিভার ওয়াটার কিপারসহ নানা সামাজিক সংগঠনের ব্যানারে আন্দোলন করলেও নিরব ভূমিকা পালন করছেন কর্তৃপক্ষ।

সব শ্রেণী-পেশার মানুষের স্বার্থে নদী দু’টি রক্ষার ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও হবিগঞ্জ শাখা গ্রিন ভয়েস’র সমন্বয়কারী আমিনুল ইসলামের সঞ্চালনা সঞ্চালনা বক্তব্য রাখেন- বাপার হবিগঞ্জ সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল।  

বাপার জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, সরকার সারাদেশে নদী রক্ষায় আন্তরিক। তার প্রতিফলন খোয়াই নদীর পাড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কিন্তু পুরাতন খোয়াই নদীর অধিকাংশ অংশ দখল হয়ে আছে। হবিগঞ্জ শহরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এ অংশে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন।  

এছাড়াও সুতাং নদী কল-কারখানার বর্জ্যে দূষিত হয়ে চরম আকার ধারণ করেছে। এলাকার চাষাবাদ ক্ষতিগ্রস্ত, নদী মাছ শূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে বারবার অবহিত করার পর সুতাং নদীতে কল-কারখানার দূষণরোধে কোনো ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

এসময় আরও বক্তব্য রাখেন- শেখ সুলতান মো. কাউছার, মহিবুর রহমান রুবেল, সুলতান মাহমুদ ফরহাদ, আশরাফুল ইসলাম, তানিম চৌধুরী, শাহ রাসেল, শরিফ উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।