ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে দলিল লেখক খুনের ঘটনায় স্ত্রীসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, এপ্রিল ১৯, ২০১৯
বরিশালে দলিল লেখক খুনের ঘটনায় স্ত্রীসহ আটক ৩

ব‌রিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ (৪০) নামে এক দলিল লেখককে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার তাদের আটক করা হয়। এর আগে ভোরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নিহতের স্ত্রী লিজা, শ্যালক ও প্রতিবেশী একজন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।  

পুলিশ জানিয়েছে, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা রেজাউল করিমের বাড়িতে যান। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়। রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে এবং পেশায় দলিল লেখক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।