ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাড়াইলে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, এপ্রিল ১৯, ২০১৯
তাড়াইলে ইয়াবাসহ বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফকরুল আলম মুক্তার (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে রাত সোয়া ১১টার দিকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক মো. ফকরুল আলম মুক্তার তাড়াইল বাজার এলাকার মো. আজিজুল হক ভূঞার ছেলে।  

শোভন খান বাংলানিউজকে জানান, আটক মুক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।