ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে মা-মেয়েসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, এপ্রিল ১৮, ২০১৯
বেলকুচিতে মা-মেয়েসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক ঘটনায় মা ও মেয়েসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকা ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধলগাগড়াখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও তার মেয়ে কানিজ ফাতেমা (০৮) এবং ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের প্রতিবন্ধী ছেলে আবু মুছা (২৫)।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ক্ষিদ্রমাটিয়া গ্রামের আব্দুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন তার মেয়ে কানিজ ফাতিমাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মেয়েকে হত্যার পর রোজিনা নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।  

অপরদিকে, দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের মানসিক প্রতিবন্ধী ছেলে আবু মুছা বিষপানে আত্মহত্যা করেন। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।