ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

এইচএসসির ‘ভুয়া’ প্রশ্নফাঁসের দায়ে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, এপ্রিল ৫, ২০১৯
এইচএসসির ‘ভুয়া’ প্রশ্নফাঁসের দায়ে আটক ২ র‌্যাবের হাতে আটক দুই প্রশ্নফাঁসে অভিযুক্ত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- কাজী কেওয়ান (২৪) ও নাজেল হোসাইন (২১)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে হাজারীবাগের নীলাম্বর শাহ রোডে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা নিজেদের ফেসবুক আইডি ও মেসেঞ্জারে মানুষজনের কাছে প্রশ্নফাঁসের আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।