ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

নকশা বহির্ভূত ৯ নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করেছে কুসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, এপ্রিল ৪, ২০১৯
নকশা বহির্ভূত ৯ নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করেছে কুসিক নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযানে মেয়র সাক্কু। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নয়টি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নগরের ঠাকুরপাড়া, নজরুল অ্যাভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে নয়টি ভবন সিলগালা ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ভবন মালিকদের নোটিশ দেওয়া হয় এবং আগামী রোববার (৭ এপ্রলি) এর মধ্যে সিটি কপোরেশনে জবাব দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়।

কুসিক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জনি রায়।

অভিযান শেষে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, অভিযোগ আছে নগরের ৯০ শতাংশ ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নয়টি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালিত হয়েছে। বাকি ভবন গুলোর বিরুদ্ধেও  অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।