ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

প্রত্যেক ব্যবসায়ী পাবেন ১০০০০ টাকা, শ্রমিক ২০ কেজি চাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মার্চ ৩০, ২০১৯
প্রত্যেক ব্যবসায়ী পাবেন ১০০০০ টাকা, শ্রমিক ২০ কেজি চাল গুলশানের ঘটনাস্থলে এনামুর রহমান/ছবি: বাংলানিউজ

ঢাকা: গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং শ্রমিকদের ২০ কেজি চাল দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার (৩০ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তাদের লিস্ট ধরে সবাইকে ১০ হাজার টাকা ও শ্রমিকদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়া হবে।

তবে তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় থেকে সুপারিশ থাকবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতোটা সহযোগিতা করা যায়, তা করার আশ্বাস দেন তিনি।

মার্কেট এলাকায় এসে মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।

তারা বলেন, সমানে ঈদ আমরা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। আমাদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করুন। না হলে পরিবারসহ আমাদের রাস্তায় থাকতে হবে। যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের মার্কেটটি দাঁড় করিয়ে দিন।

ব্যবসায়ীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা করা হবে, এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলেছি। আপনাদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

ঈদের আগেই পাকা ঘর করে পুনর্বাসন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি করপোরেশনের ব্যপার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।