ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মার্চ ৩০, ২০১৯
শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ এক শীতলক্ষ্যায় ট্রলার ডুবি/ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে একজন। 

শনিবার (৩০ মার্চ) সকালে শহরের ৫নং খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।  

নিখোঁজ জুয়েল মিয়ার (২২) বাড়ি নেত্রকোণা জেলায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকাল ৬টায় সিমেন্ট বোঝাই একটি ট্রলার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই সময় জাহাজে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে চলেছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।