ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

শহীদদের স্মরণে সাভারে মোমবাতি প্রজ্বলন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৮, মার্চ ২৬, ২০১৯
শহীদদের স্মরণে সাভারে মোমবাতি প্রজ্বলন

সাভার (ঢাকা): ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে সাভারে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ঢাকা জেলা সংসদ।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সাভারের রানা প্লাজা ও চাপাইন মডেল স্কুল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে তারা আলোর মিছিল বের করে সাভারের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্র ইউনিয়নের ঢাকা জেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল শাওন, সদস্য রাফসান, সাভার থানা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিদ রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম অর্ণবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকা জেলার ধামরাই থানায়ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্র ইউনিয়ন ধামরাই থানা সংসদ। উপজেলার বারবাড়ীয়া ভোলানাথ স্কুল আ্যান্ড কলেজে শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বলন করে তারা।

এসময় ধামরাই থানা ছাত্র ইউনিয়নের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।