ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, মার্চ ২৪, ২০১৯
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনের এ দুর্ঘনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সুমন উপজেলার ভানুগাছ এলাকার রিকশা মেকানিক বাবুল মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র।  

পুলিশ জানায়, উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় একটি অটোরিকশা সুমনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, ঘাতক অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।