ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

তালতলীতে ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মার্চ ২৪, ২০১৯
তালতলীতে ইয়াবাসহ দম্পতি আটক ইয়াবাসহ আটক দম্পতি। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার তালতলী উপজেলা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা দম্পতিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালতলী বাজারের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাবুল ও তার স্ত্রী হাসিনা বেগম।

বাবুল পটুয়াখালী জেলার মহিপুর থানার খাপরাভাঙ্গা গ্রামের মৃত তাজেল মৃধার ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ইয়াবা নিয়ে যাত্রীবেশে তালতলী থেকে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন।

আটকদ ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।