ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, মার্চ ২২, ২০১৯
সৈয়দপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে পুকুরের পানিতে ডুবে রাফিয়া খাতুন (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
আজিজুল ইসলামের স্ত্রী রাফিয়া খাতুন দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যান।

এসময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। অনেকক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় সবাই তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে লোকজন উদ্ধার করেন।  

বাঙালিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রাণোবেশ বাগচী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।