ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, মার্চ ৫, ২০১৯
যশোরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

যশোর: যশোরে অস্ত্র ও গুলিসহ আরিফ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরিফ ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়দের কাছে সে আলোচিত সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী ও ছ্যাবলা আরিফ নামে পরিচিত।

যশোরের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শংকরপুর পশু হাসপাতাল এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।  

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোরের কোতোয়ালিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ