ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

কমলনগরে মেঘনার পাড় ভেঙে মাটিচাপায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, মার্চ ৫, ২০১৯
কমলনগরে মেঘনার পাড় ভেঙে মাটিচাপায় এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীরপাড় ভেঙে মাটিচাপায় আবু ছায়েদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার চৌধুরীরহাট সংলগ্ন মেঘনা নদীরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবু ছায়েদ চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা।

সম্প্রতি নদী ভাঙনে তার বাড়ি-ঘর বিলীন হওয়ায় তিনি চৌধুরীরহাট এলাকায় বসতি গড়েন।

স্বজনরা জানান, সোমবার বিকেলে তিনি হাতের তৈরি একটি জাল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফেরেননি। সকালে নদীর তীরে মাটিচাপা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, নদীতে মাছ শিকারের সময় পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ