ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মার্চ ৫, ২০১৯
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত নিহত নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। ছবি-সংগৃহীত 

নরসিংদী: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নরসিংদীর দু’জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

সোমবার (৫ মার্চ) সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন নরসিংদী সদরের চৌয়ালা এলাকার জয়নাল আবেদীন (৭৫) ও তার ভাতিজা নাজিম উদ্দিন (৬০)।

 

স্বজনরা জানান, ২২ ফেব্রয়ারি (শুক্রবার) নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীনসহ পরিবারের সাত সদস্য সৌদিতে ওমরাহ পালন করতে যান। ওমরাহ পালন শেষে তারা মদিনা জিয়ারতে যাচ্ছিলেন। সোমবার জিনের পাহাড়খ্যাত ‘ওয়াদি আল জিন’ দেখতে গিয়ে নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন গাড়ি থেকে নামেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

জয়নাল আবেদীনের ছেলে হানিফ মিয়া বলেন, ২২ ফেব্রয়ারি পরিবারের সাত সদস্য নিয়ে ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান আব্বা। ওমরা পালন শেষে মদিনা যাওয়ার সময় দুর্ঘটনায় আমার আব্বা ও চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। স্বজন হারিয়ে আমাদের পরিবার এখন শোকাহত।

নাজিম উদ্দিনের মেয়ের জামাই ওবাইদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে না। মদিনা আমাদের পবিত্র স্থান। এজন্য পরিবারের পক্ষ থেকে তাদের মরদেহ মদিনাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ