ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

দিয়াবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, মার্চ ৪, ২০১৯
দিয়াবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের হোতাসহ নয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৩ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় দলের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।