ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে ১১ মাদকবিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, মার্চ ৪, ২০১৯
সাভারে ১১ মাদকবিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্মরণিকা আবাসিক এলাকা ও ডগরমোড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্যও জব্দ করে পুলিশ।

আটক ১১ জন হলেন- বাবু ওরফে টাইগার বাবু (২৪), আরজ আলী (২৪), রেহান (২০), রবিউল (২০), শামীম (৩৫), বাদশা (২৬), রতন (৩০), আল আমিন (২৩), বিল্লাল (২৯), হৃদয় (২৫) ও বাদশা (২৪)।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ১১ জনকে আটক করা হয়। সোমবার (৪ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে। এরা মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ।

আগামীতেও পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানান এসআই মোফাজ্জল।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।