ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, মার্চ ৪, ২০১৯
গোপালগঞ্জে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এর চালক তরিকুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাহনটির আরেক আরোহী তরিকুলের বন্ধু দিকজয় হীরা (২২)।

রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম জেলা শহরের নিচুপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, তরিকুল তার বন্ধু হীরাকে নিয়ে মোটরসাইকেলে করে রঘুনাথপুর এলাকার বুড়ির মার বটতলা যাচ্ছিলেন। আঞ্চলিক সড়ক থেকে বুড়ির মার বটতলার সড়কে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক তরিকুল ও হীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফজলুর করিম বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই তরিকুল ইসলামের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।