ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় তিন বস্তায় ওষুধ জব্দ, একজনকে দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, মার্চ ৪, ২০১৯
খুলনায় তিন বস্তায় ওষুধ জব্দ, একজনকে দণ্ড

খুলনা: খুলনায় বিক্রি নিষিদ্ধ তিন বস্তা ওষুধসহ (স্যাম্পল) আসিফ শেখ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৩ মার্চ) বিকেলে মহানগরের সোনাডাঙ্গা থানার ফর্টিস হাসপাতালের সামনের রাস্তায় একটি ইজিবাইক থেকে ওষুধসহ তাকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, বিক্রি নিষিদ্ধ তিন বস্তা ওষুধসহ আসিফ শেখকে আটক করা হয়েছে।

আসিফ শেখ ডুমুরিয়া উপজেলার কালিকাপুরের ফয়জুল শেখের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আসিফকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।