ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

জন্মশতবার্ষিকী উদযাপনে সব দূতাবাসকে পরিকল্পনার নির্দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মার্চ ৩, ২০১৯
জন্মশতবার্ষিকী উদযাপনে সব দূতাবাসকে পরিকল্পনার নির্দেশ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বাংলাদেশের সব দূতাবাসকে দু’বছরব্যাপী পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বিদেশে বাংলাদেশ কূটনৈতিক মিশন প্রধানদের লেখা একপত্রে পররাষ্ট্রমন্ত্রী এ নির্দেশনা দেন।

রোববার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে বাংলাদেশ কূটনৈতিক মিশন প্রধানদের কাছে চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হবে।

এর পরের বছরই ২০২১ সালে পালিত হবে বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

বাংলাদেশের স্থপতির প্রতি গভীর শ্রদ্ধার পাশাপাশি তার স্বপ্নের বাস্তবায়নে অর্জিত অগ্রগতির বিষয়ে বিশ্বজনীন আগ্রহের কথা বিবেচনা করে আগামী দিনগুলোতে বাংলাদেশের পাশাপাশি বিদেশেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে দূতাবাসকে পাঠানো প্রস্তাবনায় বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলেও তিনি এ চিঠিতে উল্লেখ করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯  
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।