ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মোরেলগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মার্চ ৩, ২০১৯
মোরেলগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

বাগেরহাট: বাগেরহাটে একটি শ্যুটার গানসহ মিজানুর রহমান খান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

রোববার (৩ মার্চ) ভোরে মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামে মিজানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

মিজান ওই গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে।

মিজানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে মিজানের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি শ্যুটার গানসহ মিজানকে গ্রেফতার করা হয়। মিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।