ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মার্চ ৩, ২০১৯
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু  ছবি : প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিদ্যুতের তার সরাতে গিয়ে তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাক চালক (অজ্ঞাত) আহত হয়েছেন।

রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ এলাকায় ট্রাকের উপরের তার সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়।

তিনি ফার্ণিচারের ব্যবসা করতেন।

বাংলানিউজকে স্থানীয়রা জানায়, সকালে একটি ট্রাকে করে ফার্ণিচার নিয়ে আসছিলেন আনোয়ার। পথে মহিলা কলেজ এলাকায় সড়কের ওপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লাগতে পারে ভেবে, তা হাত দিয়ে সরানোর চেষ্টা করেন আনোয়ার। এসময় বিদ্যুতের তার আনোয়ারের গলায় পেঁছিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।