ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

পাঁচবিবিতে গাঁজা-ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মার্চ ৩, ২০১৯
পাঁচবিবিতে গাঁজা-ফেনসিডিল জব্দ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের ঘাসুরিয়া গ্রাম থেকে এক হাজার ১৯৯ বোতল ফেনসিডিল ও ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৩ মার্চ) সকালে বিজিবি’র কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ঘাসুরিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মার্চ) মধ্যরাতে বিজিবি’র একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঘাসুরিয়া গ্রামে মালিকবিহীন এসব মাদকদ্রব্য জব্দ করে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।