ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কমলগঞ্জে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, মার্চ ৩, ২০১৯
কমলগঞ্জে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা উৎসব

মৌলভীবাজার: মাতৃভাষার দাবি প্রতিষ্ঠায় বাঙালি জাতির সংগ্রাম বিশ্বজয়ী। বাংলাদেশের বাঙালিরা সব অর্থে এখন গরিষ্ঠ অবস্থানে রয়েছে। অথচ বাংলাদেশে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে তাদের মাতৃভাষার জন্য লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে হারিয়ে গেছে তাদের অনেক ভাষা। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষাকে টিকিয়ে রাখার জন্য দরকার সচেতনতা ও রাষ্ট্রীয় সমর্থন।

সংকটাপন্ন এইসব ভাষা রক্ষার জন্য ১৩টি নৃ-গোষ্ঠী ও ১১টি ভাষাভাষীর মানুষের বসবাস মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভাষা উৎসব। কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং কমলগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ উৎসবের আয়োজন করে৷ 

শনিবার (২ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

 

পরে সকাল সাড়ে ১১টায় শোভাযাত্রা শেষে দিনব্যাপী ভাষাতাত্ত্বিক আলোচনা ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমলগঞ্জের ভাষা বৈচিত্র্য ও ভাষাসংগ্রামী মো. ইলিয়াস জীবন ও কর্ম নামের দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমলগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, শমশেরনগর সোজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের  অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।