ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মার্চ ২, ২০১৯
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু কারিকর (১৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ ঘটনা ঘটে। বাবু কারিগর ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের লিয়াকত কারিকরের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু কারিগরসহ অন্য শ্রমিকরা স্থানীয় বিছট বাজারের রিপনের বিল্ডিংয়ের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। সঙ্গীরা তাকে উদ্ধার করার আগে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।