ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী-দুলাভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
স্বামী হত্যার অভিযোগে স্ত্রী-দুলাভাই গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম (৩২) ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। দুপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা-পিরোজপুর থেকে হত্যা মামলার আসামি নিহতের দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে গ্রেফতার করা হয়। এরপর সকালে গোপালগঞ্জ আদালতে তাদের হাজির করা হলে তারা ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।