ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়নাল আবেদীন ভূঁইয়া রতন নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা টেকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রতন ওই এলাকার সিরাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বাংলানিউজকে জানান, বেশ কিছু আগে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রতন এতদিন পলাতক ছিলেন। তিনি ভুলতা টেকপাড়া এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।