ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

মাটিরাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মাটিরাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় কুলছুম বেগম (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের সমিতি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলছুম বেলছড়ির ছনখোলা পাড়ার আইয়ুব আলীর স্ত্রী।


 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দুই কন্যা সন্তানসহ ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে মাটিরাঙ্গা থেকে বেলছড়ি বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কুলছুম। পথে সমিতি টিলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় দুই সন্তানসহ তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কুলছুমের মৃত্যু হয়। এতে ভাগ্যক্রমে বেঁচে যায় তার কোলে থাকা দুই কন্যা সন্তান।
 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।