ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে মাদকসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বরিশালে মাদকসহ যুবক আটক র‌্যাবের হাতে আটক যুবক, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকা ও বিভিন্ন ধরনের মাদকসহ সুমন দত্ত (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সুমন মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের ভজন দত্তের ছেলে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৮’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে গৌরনদী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গৌরনদী থানা এলাকার দক্ষিণ কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে সুমন দত্তকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে মাদকদ্রব্য বিক্রির নগদ ৪২ হাজার ২৯৫ টাকা, ৭১১ পিস ইয়াবা, ৫৬ বোতল ফেনসিডিল ও সোয়া ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।