ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন শহিদুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন শহিদুজ্জামান মো. শহিদুজ্জামান

ঢাকা: যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুজ্জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী গত ১২ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

এরপর থেকে পদটি শূন্য ছিল।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।