ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে অস্ত্র মামলায় দুই যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জানুয়ারি ৩০, ২০১৯
জয়পুরহাটে অস্ত্র মামলায় দুই যুবকের কারাদণ্ড

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অস্ত্রসহ গ্রেফতার দুই যুবককে যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট জেলা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী সদর উপজেলার কিসমত দলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল হোসেন (৩১) ও জয়পুরহাট সদরের দস্তপুর তাজপুর গ্রামের মৃত খাজামদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৩৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় শাকিল ও সানোয়ার নামে দুই যুবক ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন বিক্রির উদ্দেশে অবস্থান করছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে।  

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে সানোয়ার হোসেন পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই বিচারক তাকে ৭ বছরের কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।