ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলা এডিশন–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সংবাদ হতে হয় সত্য। সত্য মিথ্যার সংমিশ্রণে সংবাদ হতে পারে না। অল্প সত্য, অল্প মিথ্যা দিয়ে সংবাদ হয় না। আশা করছি বাংলা এডিশন তাদের সংবাদে সম্পূর্ণ সত্য তুলে ধরবে। মানুষ আপসমূলক সাংবাদিকতা পছন্দ করে না। এটি সত্য যে গত ১৭ বছর ধরে, আপসমূলক সাংবাদিকতা হয়েছে। এদেশের সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করেছিলেন। যার কারণে বাংলাদেশের গণমাধ্যমের প্রতি আস্থা নেই। গত ১৭ বছর বাংলাদেশের সংবাদ মাধ্যম গণমানুষের মাধ্যম হতে পারেনি। পারেনি বলেই জনগণের আস্থা হারিয়েছে সংবাদমাধ্যমগুলো। এখন সুন্দর সময় এসেছে, গণমাধ্যমগুলো ফিরিয়ে আনুক, বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজ চিন্তক ফরহাদ মজহার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ বীর প্রতীক, কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমী, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মুফতি হারুন ইজহার, ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শহীদ নাহিদের মা প্রমুখ।
এমএমআই/আরআইএস