ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ডিআরইউ'র ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, জুলাই ১৬, ২০২৫
ডিআরইউ'র ‘ফল উৎসব’ অনুষ্ঠিত সংগৃহীত ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।  

জমজমাট এ আয়োজনে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, গাব, ড্রাগন, জাম্বুরা, আমড়া, লটকন, কামরাঙ্গা, আমলকি, কলা, করমচা, বাঙ্গি, তরমুজ ও পেঁপেসহ ১৬ পদের বাহারি ফল।

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উৎসব চলে।  

সম্মিলিতভাবে ফল উৎসবের উদ্বোধন করেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।  

স্বাগত বক্তব্য রাখেন ফল উৎসবের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার। ফল উৎসবের সদস্য সচিব ছিলেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যরা।  

টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।