ঢাকা: ভারত সরকার সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামত ও পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ আগ্রহ প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশের ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে, যা তার দাদা এবং বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর।
বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন সম্পত্তিটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বাংলা সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক ভবনটির ঐতিহাসিক মর্যাদা বিবেচনা করে ধ্বংসের বিষয়টি পুনর্বিবেচনা করে সাহিত্যের জাদুঘর প্রতিষ্ঠা করা যেতে পারে। ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে এর মেরামত ও পুনর্নির্মাণের বিকল্পগুলি পরীক্ষা করা বাঞ্ছনীয় হবে।
এতে আরও বলা হয়, ভারত সরকার এ উদ্দেশ্যে সহযোগিতা করতে আগ্রহী।
টিআর/আরআইএস