ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বারবার যেন ‘জুলাই’ ফিরে না আসে: সমাজকল্যাণ উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, জুলাই ১৬, ২০২৫
বারবার যেন ‘জুলাই’ ফিরে না আসে: সমাজকল্যাণ উপদেষ্টা  বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: শাকিল আহমেদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেই হোক, আমরা সবাই অন্তর্বর্তীকালীন। এক বছরের জন্য আসা হোক বা পাঁচ বছরের জন্য, আমাদের বিদায় হতে হবে মর্যাদাপূর্ণ এবং শান্তিপূর্ণ।

এসময় তিনি বলেন, বারবার যেন ‘জুলাই’ ফিরে না আসে।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলা এডিশন–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া হলুদ সাংবাদিকতার অবসান চাই। কাউকে প্রমাণ ছাড়া অপবাদ দেওয়া, ইতিহাস বিকৃত করা বা ভুল তথ্য পরিবেশন করা চলবে না। সংবাদ মাধ্যমের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনগণের সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, সাহস, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদপ্রতিবেদন বর্তমানে দেশের মিডিয়ায় অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে। সেই শূন্যস্থান পূরণে আমি আশা করি ‘বাংলা এডিশন’ নিউজ পোর্টাল সংবাদ পরিবেশনায় নতুন মাইলফলক স্থাপন করবে।

উপদেষ্টা বলেন, বস্তুনিষ্ঠ, যৌক্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণসহ সাহসিকতার সঙ্গে তথ্য উপস্থাপন করতে হবে, যেন তরুণ সমাজ বুঝতে পারে—জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটি একটি আমানত এবং জনগণের মুখপাত্র।

২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক দিবসে শহীদদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজ চিন্তক ফরহাদ মজহার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ বীর প্রতীক, কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমী, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মুফতি হারুন ইজহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শহীদ নাহিদের মা প্রমুখ।

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।