ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহী সীমান্তে ফেনসিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জানুয়ারি ৩০, ২০১৯
রাজশাহী সীমান্তে ফেনসিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক দুই মাদকবিক্রেতা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানার সীমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১) সদস্যরা।

বুধবার (৩০ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসিফ বুলবুল জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির শাহাপুর বিওপি’র হাবিলদার কামাল হোসেনের নেতৃত্বে পদ্মারচরে অভিযান চালানো হয়।

এ সময়  ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ হাজার টাকা। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক দু’জন হলেন চারঘাটের টাঙন এলাকার হারান সরদার (৪৮) ও বাশীরাজ মণ্ডল (৩৮)। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে কাটাখালী এলাকায় সোপর্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান রাজশাহী বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।