ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিক নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জানুয়ারি ২৫, ২০১৯
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিক নেতার মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে পৌর শহরের তেঘর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম জয়পুরহাট পৌর শহরের তাঁতি পাড়া এলাকার মৃত পরেশ মন্ডলের ছেলে।

তিনি জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক বাংলানিউজকে জানান, রাতে তেঘর রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে সান্তাহার জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।