ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

কোটা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী সক্রিয় বিবেচনায় রয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৩, জানুয়ারি ২৫, ২০১৯
কোটা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী সক্রিয় বিবেচনায় রয়েছেন

চুয়াডাঙ্গা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী সক্রিয় বিবেচনায় রয়েছেন। কোটা থাকবে কি না সেটি প্রধানমন্ত্রী স্পষ্ট করবেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে দলের নীতি-নির্ধারকেরা বিচার-বিশ্লেষণ করছেন।

আগামী সংসদ অধিবেশনে বিষয়টি চূড়ান্ত সমাধান হবে।

তিনি বলেন, বিএনপি বাস্তবতা বুঝে অতীতের ভুল-ত্রুটি সংশোধন করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।