ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

কীর্তনখোলার ভাঙন রোধে কাজ শুরু ১৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, জানুয়ারি ২৫, ২০১৯
কীর্তনখোলার ভাঙন রোধে কাজ শুরু ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহিদ ফারুক শামীম, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের সদর উপজেলার কীর্তনখোলা নদীর ভাঙন রোধে আগামী ১৫ ফেব্রয়ারি থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বরিশাল সিটি করপোরেশনের বেলতলা এলাকায় স্থাপিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সদর উপজেলার চরকাউয়া, চরবারিয়া ও চরমোনাইর কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

জাহিদ ফারুক শামীম বলেন, আগামী বর্ষা মৌসুম শুরু আগেই ১৫ ফেব্রুয়ারি থেকে কীর্তনখোলা নদী ভাঙন রোধে কাজ শুরু করা হবে।

এবং তা কোনোভাবেই ১৫ ফেব্রুয়ারির পরে যাবে না, একঘণ্টাও দেরি হবে না। এ ব্যাপারে কাজের মান সঠিক রাখাতে সংশ্লিষ্ট দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষদের নিয়ে চিন্তা করেন বলেই এতো উন্নয়ন করছেন। মানুষের দুঃখ-কষ্ট কিভাবে লাঘব করা যায় এ চিন্তাই তিনি সবসময় করেন। আর এ চিন্তা থেকেই তিনি হয়তো আমাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।