ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, জানুয়ারি ২২, ২০১৯
মানিকগঞ্জে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বেওথা এলাকায় মাদক সেবনের দায়ে তিন যুবককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এ কারাদণ্ড দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মৃত আব্দুল হালিমের ছেলে মো. জলিল (৩৫), ইউনুস খানের ছেলে মো. রাজিব খান (৩২) এবং মৃত আমজাদ হোসেনের ছেলে রাজিব আহমেদ (২৬)।

তাদের সবার বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলায়।

জেলা মাদকদ্রব্য অধিদদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নেশা জাতীয় ৩৫টি এম্পল লিউপিজেসিক ইনজেকশনসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে নেশা জাতীয় ইনজেকশন বহন ও সেবনের দায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।