ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সবার দৃষ্টি এখন আদালতের দিকে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ২৯, ২০১৮
সবার দৃষ্টি এখন আদালতের দিকে  পুরানো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদলত/ছবি: বাদল

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে সবার দৃষ্টি এখন আদালতের দিকে। 

সোমবার (২৯ অক্টোবর) সকালে খালেদার অনুপস্থিতি নিয়ে দায়ের করা লিভ টু আপিল খারিজ করায় রায় ঘোষণা নিয়ে আর কোনো সংশয় থাকলো না।  

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বেলা ১১টার দিকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত বসার কথা রয়েছে।

এই আদালতেই খালেদার মামলার বিচারক আখতারুজ্জামান রায় ঘোষণা করতে পারেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা নিয়ে তার আইনজীবীদের করা লিভ টু আপিল সকাল সোয়া ৯টার দিকে হাইকোর্ট আপিল খারিজ করে দেন। এখন সবার দৃষ্টি অস্থায়ী আদালতের দিকে।  

রায় কেন্দ্র করে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।