ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাউফলে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪২, অক্টোবর ২৯, ২০১৮
বাউফলে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফলে সাফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সাফিয়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হানিফ মোল্লার স্ত্রী।

রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ পৌরশহরের বাজার রোড সংলগ্ন এলাকা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

এর আগে বিকেল ৪টার দিকে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ ঘরের ভেতরে পরে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করে।

বাউফল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক হোসেন জানান,  ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।