ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, অক্টোবর ২৬, ২০১৮
মাগুরায় ইয়াবাসহ নারী আটক ইয়াবাসহ আটক শেফালী বেগম। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সদর উপজেলার রামনগর থেকে ইয়াবাসহ শেফালী বেগম (৪৮) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রীবাহী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শেফালী মাদারীপুর জেলার সদর থানার ঘটকচর গ্রামের জাফর আলীর শিকদারের স্ত্রী।

রামনগর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট গৌরব রায় বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামনগর এলাকায় লোকাল বাসে তল্লাশি চালোনো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ শেফালীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।